সিসিকে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা পাবে ৪০ হাজার পরিবার

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৪০ হাজার মানুষ বিশেষ মানবিক সহায়তা পাবেন। প্রতি মাসে প্রত্যেক উপকারভোগী ২০ কেজি করে চাল পাবেন।

কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিসিকের এই কমিটির উপদেষ্টা সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মেয়র জানান, সিসিকে এ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সভায় নিম্ন আয়ের অসহায় মানুষে জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সিসিকের ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের স্বচ্ছ তালিকা প্রণয়নের উপর গুরুত্ব দেয়া হয়।
মেয়র আরও বলেন,এ কর্মসূচির আওতায় করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া কর্মহীন মানুষ ত্রাণ সহায়তা পাবেন।

বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীতে যারা সহায়তা পাবেন তারা হলেন, ভাষমান মানুষ, বেকার শ্রমিক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, চা শ্রমিক, প্রতিবন্ধি, বয়স্ক ব্যক্তি, ভিক্ষুক, ভবঘুরে, ফেরিওয়ালা, চা দোকানদার, দিন মজুর, রিক্সা/ভ্যান চালক, বিধবা নারী, পথ শিশু, বেদে ও হিজড়া সম্প্রদায় এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার।