সিয়াটলে বেপরোয়া গুলিবর্ষণে নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে সিয়াটলে বুধবার বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে একজন নিহত ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ একথা জানায়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ বন্দুক হামলার সাথে জড়িত সন্দেহে কমপক্ষে এক ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে। ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস’র কাছে বেপরোয়া এ গুলির ঘটনা ঘটে। দুই দিনের কম সময়ের মধ্যে ওই এলাকায় এটি ছিল তৃতীয় বন্দুক হামলার ঘটনা। সিয়াটল পুলিশ বিভাগ জানায়, কর্মকর্তারা গুলির ঘটনা তদন্ত করছে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ প্রধান ক্যারমেন বেস্টের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত এবং এক শিশুসহ অপর পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় সময় বিকেল পাঁচটার পরপরই এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলায় পুলিশ লোকজনকে এ এলাকার বাইরে থাকার এবং একটি সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান