সীমান্ত বিতর্ক নিয়ে ভারত-চিনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে কতটা ‘মধুর’, তা কারোর অজানা নয়। এই পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনা নিয়ে ভারত-চিনকে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ, বুধবার একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভারত ও চিন উভয়কেই জানিয়েছে যে তাদের সাম্প্রতিক সীমান্ত বিতর্ক নিয়ে মধ্যস্থতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি, ইচ্ছুক এবং সক্ষম। ধন্যবাদ!’

ট্রাম্পের প্রস্তাব নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে সেই প্রস্তাব পাঠিয়েছে কিনা, তাও আপাতত স্পষ্ট নয়।