সুইজারল্যান্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬ জনের প্রাণহানি

সুইজারল্যান্ডের সুইস আল্পসে তীব্র ঝড়ের পৃথক দুটি ঘটনায় চার স্কিচালক ও দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রোববার দেশটির ভ্যালি অঞ্চলজুড়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ে এই ঘটনা ঘটে। বিবিসি’র সূত্রে এসব তথ্য জানা যায়।

এ ঘটনায় মৃত স্কিচালকরা ফ্রান্স, ইতালি ও জার্মানির নাগরিক। নিহত পর্বতারোহীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার (৯,৮৫০ ফুট) উপরের ডিক্স রেস্ট-স্টপ থেকে ওই স্কিচালকরা সার্পেন্টাইন নামে পরিচিত একটি রুট ধরে স্কি করতে বের হয়েছিলেন। স্কিচালকদের ১৪ জনের ওই দলটি রাতের মধ্যে ভিনিয়াটাসে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন।

কিন্তু আবহাওয়া বিরূপ হয়ে উঠলে তারা পিঙ্গে ডি’অ্যারোল্লা এলাকায় বাইরে রাত কাটাতে বাধ্য হন।

সোমবার সকালের মধ্যে তারা ভিনিয়াটাসে না পৌঁছানোয় সেখানকার কেবিনের ম্যানেজার জরুরি বিভাগে ফোন দেন। এরপর সাতটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

দেশটির পুলিশ জানিয়েছে, ওই স্কিচালকদের মধ্যে এক জন পড়ে গিয়ে ও অপর তিন জন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান, জীবিতদের মধ্যে পাঁচ জনকে গুরুতর অবস্থায় পাওয়া যায়।

অপরদিকে একইদিন নিখোঁজ হওয়া ওই দুই পর্বতারোহীকেও খোঁজা শুরু হয়, কিন্তু আবহাওয়া পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান শুরু করতে দেরি হয়।

নিহত ওই দুই পর্বতারোহীর বয়স ২১ ও ২২ বলে জানিয়েছে পুলিশ। তাদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অসময়ে গরম আবহাওয়ার একটি পর্বের পর রোববার সুইস আল্পসজুড়ে তীব্র ঝড় শুরু হলে তাপমাত্রা নেমে যায়।

এর আগে ২ এপ্রিল ফ্রেঞ্চ আল্পসে তুষার ধসে গাইড ও চিকিৎসক ইমানুয়েল কুশি মারা গিয়েছিলেন। তারও আগে গত মাসে সুইস আল্পসে তুষার ধসে আরও তিন স্পেনীয় মারা গিয়েছিলেন।

আজকের বাজার/একেএ/