সুন্দরবনে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার সময় আটক ৩

সুন্দরবনের খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধারার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি মাছ, নৌকা, কীটনাশক ও একটি করাত জব্দ করা হয়।

সোমবার ভোরে খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবন পূর্ব বিভাগের চাড়াখালী খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের নূর মোহাম্মদের ছেলে বেল্লাল ঢালী (৪০) এবং উত্তর কালাবগী গ্রামের বাবর ঢালীর ছেলে মাসুম ঢালী (৩৫) ও মনির ঢালী (৪২)।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘একদল জেলে চোরাপথে সুন্দরবনে প্রবেশ করে চাড়াখালী খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরছিল। বন বিভাগের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় হাতেনাতে তাদের আটক করে।’

কতিপয় জেলে দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে কীটনাশক ছিটিয়ে চিংড়িসহ নানা প্রজাতির মাছ শিকার করে আসছে। কীটনাশক ছিটানোর কারণে মাছ মরে ভেসে উঠার ফলে জেলেরা অল্প সময়ে প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে। কিন্তু এতে করে বিভিন্ন প্রজাতির রেনুসহ নানা আকারের মাছ মরে সাবার হয়ে যাচ্ছে।