সুন্দরবনে ৩ হরিণ শিকারি আটক

জেলে সেজে সুন্দরবনে প্রবেশকরা হরিণ শিকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে বন বিভাগ। এ সময় হরিণ শিকারের ৫০টি ফাঁদ ও নৌকাসহ মাছ ধরার একটি বড় জাল জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন পক্ষীদিয়ার চর থেকে রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরারা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের শাহিদ মাতব্বরের ছেলে মো. সিরাজ মাতব্বর (৩০), একই গ্রামের শাহাজান খানের ছেলে মো. মুসা খান (২৫) ও একই উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. হাকিম (২০)।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, হরিণ শিকারি ওই তিন যুবক জেলে সেজে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। তারা সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার কাছে পক্ষীদিয়ার চরে বনের মধ্যে হরিণ শিকারের ফাঁদ পেতে ঘোরাফিরা করছিল। বন বিভাগের সদস্যরা টহল দেয়ার সময় তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে একটি নৌকা, হরিণ শিকারের ৫০টি ফাঁদ এবং মাছ ধরার একটি বড় জাল জব্দ করে।

আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২ জানুয়ারি সুন্দরবনের নন্দবালা এলাকা থেকে ১০০ মিটার ফাঁদসহ হরিণ শিকারি আব্দুল রাজ্জাককে (৩০) আটক করে বন বিভাগ।

আজকের বাজার/লুৎফর রহমান