সুবীর নন্দীর মরদেহ দেশে আসছে বুধবার

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ আগামীকাল বুধবার (০৮ মে) সকাল ৬টায় দেশে আনা হবে। এরপর সকাল ১১টা কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। তার শেষকৃত্য সম্পন্ন হবে রাজধানীর সবুজবাগে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মারা যান। সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে সুবীর নন্দীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টও দেওয়া হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

আজকের বাজার/এমএইচ