সুয়ারেজের হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের হাঁটুতে আরেকটি অস্ত্রোপচার করতে হবে বলে নিশ্চিত করেছে বার্সেলোনা।
এক বিবৃবিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে সুয়ারেজের ডান হাঁটুর মেনিসকাসে যে ইনজুরি ধরা পড়েছে সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, এটাই সুয়ারেজের হাঁটুতে প্রথম অস্ত্রোপচার নয়। গত বছর মে মাসে এই ডান হাঁটুতেই অস্ত্রোপচারের কারনে সুয়ারেজ দুটি লিগ ম্যাচসহ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে পারেননি। এর আগে ২০১৪ সালের মে মাসেও তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। ঐ বছর জুনে বিশ্বকাপের মাধ্যমে তিনি মাঠে ফিরেছিলেন।

বৃহস্পতিবার জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন সুয়ারেজ। এবারের মৌসুমে ৩২ বছর বয়সী সুয়ারেজ বার্সেলোনার হয়ে ২৩টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন। এর মধ্যে ১১টি লিগ ম্যাচে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। লা লিগায় এ পর্যন্ত সাতটি গোলে সহযোগিতা করেছেন। লা লিগায় বর্তমানে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

আজকের বাজার/লুৎফর রহমান