সূচকের উত্থানে চলছে লেনদেন

আজ সপ্তাহের চতুথ কার্যদিবস বৃধবার সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের উভয় পুঁজিবাজারেরই লেনদেন চলছে। গতদিনেও সূচকের উত্থান বজায় ছিল দুই পুঁজিবাজারে। আজ লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়ে লেনদেন হচ্ছে।

লেনদেনের ৪৫ মিনিটে পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১০৭ কোটি ৫০ লাখ টাকা। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪১৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৯৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৪১ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৪৬ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ১০০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৫৭ টির, দর কমে ২৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৪ টির দর।

আজকের বাজার/মিথিলা