সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪২টির, দর কমেছে ৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ১৮ লাখ ৫৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯৪৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, দর কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ ২২ হাজার টাকা।