সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

৬৬ দিন বন্ধ থাকার পর আজ ৩১ মে, রোববার থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ চালু হয় লেনদেন।  সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আধঘণ্টার পর বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে চার হাজার ২১ পয়েন্টে অবস্থান নেয়। একইসঙ্গে ডিএসই শরীয়াহ্ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯৩৫ ও ১৩৪৬ পয়েন্টে পৌঁছে।

আর এ সময়ের মধ্যে ডিএসইর লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৪৯টির এবং অপরির্বতিত রয়েছে ১৪৬টির।