সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

গতকালকের এক বছরের সর্বোনিম্ন লেনদেনের পর আজ সপ্তাহের শেষ দিনে দেশের উভয় পুঁজিবাজারেরই সূচকের উত্থান দেখা গেছে। ঊধমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে।  সূচকের সাথে সাথে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৪ টির, কমেছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ২৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৬২ লাখ ৬২ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩২৮ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২২৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৮ টির,দর কমেছে ৪৬ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৫ টির দর।

 

আজকের বাজার/মিথিলা