ঊর্ধমূখী প্রবনতায় শেষ হলো লেনদেন

আজ সপ্তাহের তৃতীয় দিনের শুরু থেকেই  ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন চলে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তারই ধারাবাহিকতায় দিনের শেষটাও হয়েছে সূচকের ঊর্ধমূখীতায়। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।  সেইসাথে উভয় পুঁজিবাজারেই আগের দিনের চেয়ে বেড়েছে মোট লেনেদেনের পরিমান।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৪৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪১টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৬২ লাখ টাকা বেশি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন সিএসইর সার্বিক সূচক ১৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৯৯ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৫৬টির, কমে ৬৬টির ও অপরিবর্তিত অবস্থায় থাকে ২২টির।

 

 

আজকের বাজার/মিথিলা