সূচকের ঊর্ধমূখী প্রবনতায় শেষ হলো লেনদেন

দীর্ঘ ৯ দিন বন্ধের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় । এরপর সূচকের কিছুটা মিশ্র প্রবনতা দেখা গেলেও দিন শেষে উর্ধমূখী ছিল উভয় স্টক এক্সচেঞ্জের সূচক। দিনশেষ দর বেড়েছে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের ।তবে আগের দিনের চেয়ে কমে গেছে মোট লেনদেনের পরিমান।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২১৬পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪২টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২৩ টির, বেড়েছে ১৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৫ কোটি টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৫৭ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৩ টির,দর বাড়ে মাত্র ৭৪টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮টির দর।

 

আজকের বাজার/মিথিলা