সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার অংকে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৮পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬২৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৯ কোটি ১৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫২১ কোটি ৬৪ লাখ টাকার।

অপরদিকে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সুচক সিএএসপিআই এদিন ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১০ পয়েন্টে ।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।