সেবা বাড়াতে সহযোগী প্রতিষ্ঠান করবে ইউসিবি

সেবা বাড়াতে একটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রদান করতে এ প্রতিষ্ঠান করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দিতে এমএফএস কোম্পানি করবে ইউসিবি। এই জন্য সব ধরণের রেগুলেটরি নিয়ম পরিপালন করেই এই কোম্পানিটি করতে চায় তারা। প্রাথমিক পর্যায়ে কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা। তবে এটি বিনিয়োগের অবস্থা অনুযায়ী সময়ে সময়ে বাড়ানো হবে। সে ক্ষেত্রে রেগুলেটরি বিধি পরিপালন করা হবে।

সহযোগী প্রতিষ্ঠানের ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে ইউসিবি। বাকি ৪৯ শতাংশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এমএফএস গাইডলাইন অনুযায়ী দেশী ও আন্তর্জাতিক এমএফএস সরবরাহকারীদের কাছে অফার করা হবে।