সেরা আটে আর্সেনাল ও অ্যাতলেতিকো

সুপার সিক্সটিনের দ্বিতীয় লেগে দানি ওয়েলব্যাকের জোড়া গোলে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে ৩-১ গোলে হারায় গানাররা। লকোমোতিভ মস্কোকেও দুই লেগে বিধ্বস্ত করে শেষ আটে নাম লেখায় অ্যাতলেতিকো।

প্রথম লেগে ২-০’তে পিছিয়ে থাকা এসি মিলানকে ম্যাচের ৩৫ মিনিটে লিড এনে দেন তার্কি মিডফিল্ডার হাকান চাল হনু।

হোম গ্রাউন্ড এমিরেটস স্টেডিয়ামে সমতায় ফিরতে গানাররা সময় নেন দু’মিনিট। ইপিএল টেবিলের ছ’নম্বর দল আর্সেনালের হয়ে পেনাল্টি থেকে গোল করেন অ্যাটাকার দানি ওয়েলব্যাক।

৭১ মিনিটে আর্সেনালের ওয়েলস রিক্রুট অ্যারন রামসির অ্যাসিস্ট, লিড ডাবল করেন গ্রানিত জাকা। পনের মিনিট পর আবারো এসি মিলানের জালে বল জড়ান ইংলিশ অ্যাটাকার দানি ওয়েলব্যাক। ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা।

আরেক ম্যাচে লকোমোতিভ মস্কোর মাঠকে হোম গ্রাউন্ড বানিয়ে গোল উৎসব করেছে লা লিগায় সেকেন্ড টেবিল টপার অ্যাতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের ১৬ মিনিটে কোরেয়ার গোলে লিড নেয় গেস্ট অ্যাতলেতিকো। মিনিট চারেক পরে সমতায় ফেরে রাশান ক্লাব লকোমোতিভ। প্রথমার্ধে আর জালের দেখা পায়নি কোন দলই।

৪৭ মিনিটে সাউলের গোলে ব্যবধান বাড়ায় দিয়েগো সিমিওনের ছেলেরা। এরপর রোয়ি ব্লাঙ্কোদের আর রুখতে পারেনি রেইল-রোডার্সরা।

৬৫ থেকে ৭০ পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফার্নান্দো তোরেস। ৮৫ মিনিটে অ্যাতলেতিকোর স্কোরশিটে নাম তোলেন আতোয়া গ্রিজম্যান। ২য় লেগে ৫-১’এর জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৮-১’এ এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে আতলেতিকো মাদ্রিদ।

আজকের বাজার/আরজেড