সোনালী ব্যাংক ইউকে শাখার জরিমানার টাকা দিতে হবে বললেন অর্থমন্ত্রী

যুক্তরাজ্যে সোনালী ব্যাংক লিমিটেডের শাখাকে যে অর্থ জরিমানা করা হয়েছে, তা দিতে হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানালেন।
এর আগে গত ১২ অক্টোবর মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থতারে দায়ে সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড বা প্রায় ৩২ কোটি টাকা জরিমানা করে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ)।
জরিমানার পাশাপাশি সোনালী ব্যাংকের এই শাখাটিকে নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে এফসি। সচিবালয়ে অর্থমন্ত্রীকে এবিষয়ে জানতে চাওয়া হলে জরিমানা যেটা হয়েছে, সেটা দিতে হবে বলে তিনি জানান। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে পরে ঠিক করা হবে বলে তিনি জানান।