সোমবার স্বাভাবিক লেনদেনে ফিরবে ৫ প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ ডিসেম্বর সোমবার থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানগুলো হলো-

রিজেন্ট টেক্সটাইল – প্রতিষ্ঠানটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফার্মা এইডস – প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

মেঘনা পেট্রোলিয়াম – প্রতিষ্ঠানটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি, ২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড- সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি,

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইনান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড – ৩০ সেপ্টেম্বর,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি ।

উল্লেখ্য, এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারনে আজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল।

 

 

আজকের বাজার/মিথিলা