সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শুরু, প্রধান অতিথি খালদা জিয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জনসভা মঞ্চের পেছেনে যে ব্যানার টাঙানো হয়েছে সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে লেখা রয়েছে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম। তবে দুর্নীতি মামলায় তিনি কারাগারে থাকায় তাঁর চেয়ারটি খালি রেখেই চলবে জনসভা।

জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।

জনসভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সভা করছে বিএনপি।

তবে দুপুর ২টায় জনসভা শুরু হলেও দুপুর ১২টার আগে থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হন। বিএনপির নেতাকর্মীদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্যে পরিণত হয়।

এদিকে বিএনপির জনসভা কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ