সৌদিতে রমজানে ভেজালবিরোধী অভিযান

পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবে চলছে খাদ্যপণ্যে ভেজালবিরোধী অভিযান।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বিভিন্ন দোকান, কারখানা ও গুদামে অভিযান চালিয়ে ২৯ টন মানহীন খাদ্যপণ্য ও এক হাজার ৬০০ লিটার পানীয় জব্দ করেছে। খবর আরব নিউজের।

পৌর ও পল্লীবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দাম্মাম, আল-আহসা, জুবাইল এবং হাফর আল-বাতিন শহরে ওই ভেজালবিরোধী অভিযান চলে।

মানহীন, পঁচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বিপণনের দায়ে ৩০৩টি দোকান ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৫৮৪টি দোকানে অভিযান চালিয়ে ৩০৩টিতেই ভেজাল পণ্য পাওয়া যায়।