সৌদি রাজপরিবারের ক্ষমতাশীল প্রবীণ ৩ সদস্য আটক

সৌদি আরবের রাজপরিবারের তিন ক্ষমতাশীল প্রবীণ সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—রাজার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

তবে তাদের আটকের কারণ জানা যায়নি।

এর আগে ২০১৭ সালে ডজনখানেক রাজকীয় ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে যুবরাজের নির্দেশে রিয়াদের রিজ-কার্লটন হোটেলে আটক করে রাখা হয়।

এর মধ্যে ২০১৭ সালে মোহাম্মদ বিন নায়েফকে মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গৃহবন্দী করা হয়। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র : বিবিসি

 

আজকের বাজার/শারমিন আক্তার