সৌদি শেয়ার বাজারে সূচকে পতন

সৌদি আরবে শেয়ার বাজারে রোববার সূচকের পতন ঘটেছে। দেশটির বৃহৎ দুটি তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলার পর শেয়ারবাজারের প্রথম সেশনে সূচক তিন শতাংশ কমে যায়।
শেয়ারবাজার চালু হওয়ার প্রথম এক ঘন্টায় আরব বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার টিএএসআই’র(দ্য তাদাওল অল শেয়ারস ইনডেক্স) সূচক দেড় শতাংশ কমে ৭ হাজার ৭শ ১৫ তে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ জ্বালানী খাতে ৪.৭ শতাংশ এবং টেলিকম ও ব্যাংকিক খাতে সূচক কমে ৩ শতাংশ।
এদিকে কেবল ড্রোন হামলাই নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী সৌদি বেসিক ইন্ড্্রাস্টিজ কোম্পানীর ঘোষণাও বাজারে প্রভাব ফেলে। তারা এক ঘোষণায় তাদের কাঁচামালের সংকটের কথা বলেছে। তাদের সংকট শুরু হয়েছে শনিবার থেকে যেদিন ড্রোন হামলা চালানো হয়। যদিও তারা ড্রোন হামলা প্রসঙ্গে কিছু বলেনি।
এদিকে অন্যান্য আরব বিশ্বের শেয়ারবাজারেও দরপতন ঘটেছে।
উল্লেখ্য, শনিবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো তেল ক্ষেত্রের গুরুত্বপূর্ণ দুটি তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এ সময়ে ওই তেল ক্ষেত্র থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উড়তে দেখা গেছে। ড্রোনের সাহায্যে এ তেল ক্ষেত্রে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। ফলে সাময়িকভাবে তেল উৎপাদন বন্ধ করে দেয়া হয়। আর এ কারণে তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।