সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, রাখা হতে পারে ভেন্টিলেশনে

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা শনিবার রাত থেকে আরও অবনতি হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে৷ রবিবার থেকেই নিস্তেজ অবস্থায় রয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।

তবে তার হৃদযন্ত্র ও লিভারসহ অন্যান্য অঙ্গ এখনো সচল রয়েছে বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছেন চিকিৎসকরা।

শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ৬ অক্টোবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্রকে।

১৪ অক্টোবর করোনা নেগেটিভ ফলাফল আসলেও, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে ১৭ দিন ধরে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন তিনি।

সৌমিত্রর চিকিত্সায় গঠিত চিকিসক দলের প্রধান ডা. অরিন্দম কর বলেন, ‘তার শারীরিক অবস্থা ভালো নয়। আমাদের সর্বাত্মক চেষ্টার পরও সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেতনার স্তর উন্নত হচ্ছে না, বরং আমরা বলতে পারি এটি নেমে গেছে।’

ডা. অরিন্দম আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’ হওয়ার আশংকা রয়েছে। এছাড়া রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। আমাদের নিউরোলজিস্ট বোর্ড তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবছে।’