স্কুলছাত্রকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ফারহান সাকিব (১৫) নামে এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী রায়ের বিষয়ে নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন- হোসনে মোবারক রুবেল।

নিহত ফারহান সাকিব জেলার মীরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে একই এলাকার শহীদুল ইসলাম ছেলে।

জেলা পিপি আকম সিরাজুল ইসলাম জানান, আসামিদের মধ্যে কাজী সরওয়ার এখনো পলাতক। তবে বাকিরা কারাগারে রয়েছেন।

ঘটনার বিবরণে তিনি জানান, মীরসরায়ের জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শত্রুতার কারণে ২০১৫ সালের ৬ জুন ফারহান সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে নয়াটিলার পাহাড়রে ভীতরে নিয়ে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় ফারহানের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে মোট ১১ জনের সাক্ষী পর্যালোচনা করে আদালত আজ এ রায় দিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান