স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকলে ব‌্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

আগামী কাল থেকে বাণিজ‌্য মেলার প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে। যদি কেউ না রাখে তাহলে ওই স্টলের বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন বাণিজ‌্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সন্ধ‌্যায় বাণিজ‌্যমেলায় ফ্রুটিকার স্টলে আগুন লাগার পর মেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার সকালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি’রর পক্ষ থেকে একটি টিম গঠন করা হবে। তারা প্রতিটি স্টল ঘুরে দেখবেন । যদি কোনো স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র না পাওয়া যায়- তাহলে আইন অনুযায়ী তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হবে।’

ফ্রুটিকার স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনাটি অনাকাঙ্খিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন জলদি নিয়ন্ত্রণে এসেছে। এজন‌্য ফায়ার সার্ভিসকে ধন‌্যবাদ।’

সেসময় ফ্রুটিকা চাইলে বাণিজ‌্যমেলায় স্টল কন্টিনিউ করতে পারে বলে আশ্বাস দেন মন্ত্রী।

আজকের বাজার/এমএইচ