স্টার্কের আগুনে পুড়ল পাকিস্তান

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দিবারাত্রি টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। তার রেকর্ড গড়া দিনে অস্ট্রেলিয়ার রানের চাকা ছিল লাগামহীন।

অ্যাডিলেডে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৫৮৯ রান। জবাবে পেসার মিচেল স্টার্কের আগুনে পুড়ে ২২ গজে যুবুথুবু খাচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের রান ৬ উইকেটে ৯৬। এখনও তারা পিছিয়ে ৪৯৩ রানে। ফলো অন এড়াতে পাকিস্তানের করতে হবে আরও ২৯৩ রান।

অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করার সময় ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩৫ রানে। ৪১৮ বলে ৩৯ চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান ৩৩ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে বল হাতে ৩ উইকেটই নেন শাহীন শাহ আফ্রিদি।

প্রথম ইনিংসের জবাবে পাকিস্তানের শুরুটা ছিল বাজে। দলীয় ৩ রানে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন ইমাম। বোলার ছিলেন স্টার্ক। অধিনায়ক আজহার আলী বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দেন মাত্র ৯ রানে। আরেক ওপেনার শান মাসুদকে সাজঘরের পথ দেখান হ্যাজেলউড।

এরপর স্টার্কের আগ্রাসী বোলিং। তাতে ওলটপালট পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দ্রুত সাজঘরে ফেরেন আসাদ শফিক (৯), ইফতেকার আহমেদ (১০) ও মোহাম্মদ রিজওয়ান (০)। ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে অ্যাডিলেডে ব্যাকফুটে পাকিস্তান। বাবর আজম দেয়াল হয়ে দাঁড়ান অসিদের পেস আক্রমণের সামনে। শেষ টেস্টে সেঞ্চুরির স্বাদ পাওয়া এ ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত ৪৩ রানে। ৪ রানে অপরাজিত আছেন ইয়াসির শাহ।

আজকের বাজার/আরিফ