স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পেল ম্যান সিটি

রহীম স্টার্লিংয়ের দুরন্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ১ গোলে পিছিয়ে পড়েও ঘরের মাঠে আটালান্টাকে শেষমেষ ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। তাও আবার শেষ বেলায় দশ জনে খেলতে হয় ম্যান সিটি।

২৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে আটালান্টাকে এগিয়ে দেন মালিনোভস্কি। যদিও খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি । ৩৪ মিনিটে স্টার্লিংয়ের গোলে ম্যাচ সমতায় চলে আসে।

যদিও একা স্টার্লিং নন, ম্যান সিটির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সার্জিও আগুয়েরোও। প্রথমার্ধে জোড়া গোল করে আটালান্টার রক্ষণে ভাঙন ধরান আর্জেন্তাইন তারকাই। দ্বিতীয়ার্ধে অবশ্য স্টার্লিংয়ের একাধিপত্য দেখা যায়। স্টার্লিং ৩টি গোলই করেন বিরতির পর।

৫৮ মিনিটে ফডেনের পাস থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন স্টার্লিং। ৬৪ মিনিটে গুন্দোয়ানের ক্রস থেকে দ্বিতীয়বার আটালান্টার জালে বল জড়ান রহীম। ৬৯ মিনিটে মাহরেজের পাস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্লিং এবং ম্যান সিটি পূর্ণ করে ৫ গোলের বৃত্ত। ৮২ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন ফডেন। ফলে রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

এই জয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে ম্যান সিটি ৩ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে এবং নক-আউটের দিকে এক পা বাড়িয়ে ।

আজকর বাজার/আরিফ