স্পিকারের শোক বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার সকালে ফ্রান্সের প্যারিসে একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

এক শোক বার্তায় স্পিকার বলেন, বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে দেশ এক বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিীকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বেনজীর আহমদ সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি জার্মান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হন। ১৯৮৭ সালে ফ্রান্স আওয়ামী লীগ গঠন হলে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ৪ বার ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তথ্য:বাসস

আজকের বাজার/আখনূর রহমান