স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ কমেছে

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমানো হয়েছে। সার্বিক উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে এ খাতে জন্য মোট ১৬ হাজার ১৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি। গত ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১৭ হাজার ৪৮৭ কোটি টাকা। এই হিসেবে আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতের ব্যয় ১ হাজার ৩০৫ কোটি টাকা কমানো হয়েছে।

গত অর্থবছরে স্বাস্থ্যখাতে সংশোধিত বরাদ্দের পরিমাণ ছিল ১৪ হাজার ৮২৯ কোটি টাকা।

সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা সহজ লভ্য করতে ১৩ হাজার ৩৩৯টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। এই কমিউনিটি ক্লিনিক সমূহে গরীব দুস্থ ও জটিল গর্ভবর্তী মহিলাদের মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি ৫৩টি উপজেলায় চালু করা হয়েছে।

এছাড়া জরুরী প্রসূতি সেবা কার্যক্রম ১৩২টি উপজেলায় জোরদার করা হয়েছে। সব জেলা ও ৪১৮টি উপজেলা মোবাইল ফোন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং ৪৩টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন নামে একটি সার্বক্ষনিক কল সেন্টার চালু করা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭