স্মার্টফোন কমিয়ে দিচ্ছে শিশুদের দৃষ্টিশক্তি

আপনার সন্তান কি স্মার্টফোনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে? তা হলে সাবধান থাকুন! দৃষ্টিশক্তি কমে যাওয়া বা আরও অনেকরকম রোগই হতে পারে এই আসক্তি থেকে। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্যই সামনে এসেছে।
বর্তমানে বেশির ভাগক্ষেত্রে সন্তানদের বাইরে খেলতে যেতে বাধা দেন অভিভাবকরা। ফলে বাড়ির মধ্যে সোশ্যাল সাইট কিংবা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে কিশোর-কিশোরীরা। আর এতেই বাড়ছে বিপদ। রিপোর্টে বলা হয়েছে, রাত জেগে স্মার্টফোন ব্যবহার করা কিংবা গেম খেলার ফলে প্রবলভাবে ক্ষতি হতে পারে চোখের। ‘মায়োপিয়া’ নামে চোখের বিশ্রী অসুখের কবলে পড়ে অন্ধকারে চলে যাচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ। এই রোগের ফলে ভিটামিন এ, সি ও ই-এর অভাব দেখা যেতে পারে শরীরে।
তবে রোগের কবল থেকে মুক্তির উপায়ও বলেছেন একদল চিকিৎসক। লন্ডনের ওই চিকিৎসকদের দাবি, দিনে দু’ঘন্টার জন্য অন্তত ছেলেমেয়েদের বাইরে খেলতে পাঠানো উচিত অভিভাবকদের। এর থেকেই ছোটদের মধ্যে কমতে পারে স্মার্টফোন ঘাঁটার প্রবণতা। যার ফলে দূরে থাকবে ‘মায়োপিয়া’র মতো অসুখ।
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮