হংকংয়ে ট্রাম্পের সুস্পষ্ট হস্তক্ষেপের সমালোচনা চীনের

চীন মঙ্গলবার হংকংয়ে যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট হস্তক্ষেপের কারণে ট্রাম্পের সমালোচনা করেছে।
হংকংয়ে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ট্রাম্প সোমবার বলেছেন, তারা গণতন্ত্র চায়, কিন্তু কোন কোন সরকার তা চায় না।
এ প্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান এবং হংকং ও চীনের আভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করছি।
তিনি বলেন, হংকংয়ে সহিংসতা ও আইন ভাঙায় জড়িতদের সমর্থন দেয়া যুক্তরাষ্ট্রের কোনভাবেই উচিত হবে না ।
চীনা ভূখন্ডে সন্দেহভাজন অপরাধীদের হস্তান্তর সংক্রান্ত বিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই হংকং উত্তপ্ত রয়েছে।
মুখপাত্র আরো বলেন, হংকং বিষয়ে চীনের অবস্থান একই এবং তা স্পষ্ট। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র তা ভালো করেই জানে।