হজযাত্রীদের সৌদিতে টাকা পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

চলতি মৌসুমে হজযাত্রীদের আবাসন, খাওয়া ও মোয়াল্লেম খরচ বাবদ সর্বমোট ৬ হাজার ৮৩০ রিয়াল সৌদি আরবে পাঠাতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা।

স্ব স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট থেকে ই-পেমেন্ট সিস্টেমে এই অর্থ পাঠানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৪ জুন বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে। এতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের নামের তালিকা ব্যাংকে পাঠাবে স্ব স্ব এজেন্ট। এজেন্টরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক হজযাত্রীর সৌদি আরবে আবাসন ভাড়া বাবদ ৪ হাজার ১৪১ রিয়াল, খাওয়ার জন্য ১ হাজার ৬০০ রিয়াল এবং মোয়াল্লেম ফি বাবদ ১ হাজার ৮৯ রিয়াল পাঠাতে হবে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭