হবিগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ, জেলায় মুজিব বর্ষ উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিটি অব হবিগঞ্জ নামে একটি সংগঠন এর আয়োজন করে।

ইউনিটি অব হবিগঞ্জ এর সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক রামিম ইমাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জের পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, কাওসার আহমেদ রুমেল ও তাজ উদ্দিন আহমেদ তাজ।
অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আজকের বাজার/লুৎফর রহমান