হল্টেড ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটাসহ তিন কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ (১২ জানুয়ারি) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : অলটেক্স, রবি আজিয়াটা এবং বিবিএস কেবলস।

জানা গেছে, সোমবার অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটা : সোমবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৩.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

বিবিএস কেবলস: সোমবার বিবিএস কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৮.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।