গাসিক নির্বাচন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে শুনানি কাল

গাজীপুর সিটি করর্পোরেশন (জিসিসি) নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে শুনানি আগামীকাল মঙ্গলবার (৮ মে) ধার্য করেছেন আদালত।

সোমবার (৭ মে) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে জিসিসি’র ভোটে স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে জারি করা প্রজ্ঞাপন এবং ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

এর পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার (৭ মে) দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল করেন গাজীপুরে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। তার পক্ষে এদিন আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আবেদনটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আরজেড/