হাতীবান্ধায় নদীভাঙনের শিকার অর্ধশতাধিক ঘরবাড়ি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাটসহ অর্ধশতাধিক ঘরবাড়ি।

গত কয়েক দিনে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামের ৩নং ওয়ার্ডে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাটসহ ঘরবাড়ি। নদীভাঙনের কারণে ওই এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।

নদীর পানি বেড়ে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ধান ক্ষেতসহ অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।