হিজবুল্লাহ গোষ্ঠীকে জঙ্গি তালিকাভুক্ত করল ইংল্যান্ড

মার্কিন-ইরান দ্বন্দ্বের মাঝেই ইংল্যান্ডের কড়া পদক্ষেপ। ইরানের মদতেই তৈরি হিজবুল্লাহ গোষ্ঠীকে জঙ্গি তালিকাভুক্ত করা হল। এই গোষ্ঠীর ঘাঁটি লেবানন। ক্ষেপনাস্ত্র হামলায় পারদর্শী এই সংগঠনের নিশানা ইজরায়েল। ফলে হিজবুল্লাহ-কে ইংল্যান্ড সরকার জঙ্গি তালিকায় ঢোকাতেই উল্লসিত ইজরায়েল সরকার।

কিন্তু আশঙ্কা যে কোনও সময়েই লেবাননের ঘাঁটি থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মর্টার ছুঁড়বে হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের ক্ষেপণাস্ত্র পাল্লায় ইজরায়েলের সেনা ঘাঁটি পড়ছে। তবে হামলা রুখতে তৈরি ইজরায়েল।

ইরানে পহ্লবী রাজতন্ত্র শেষ হওয়ার পর ১৯৮২ সালে দেশটির এলিট ফোর্স আইআরজিসি লেবাননে প্রতিষ্ঠা করে হিজবুল্লাহ সশস্ত্র সংগঠনকে। লেবাননের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী বিবেচিত হয় তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের আরব পক্ষের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে দাঁড়ায় এই হিজবুল্লাহ সংগঠন।

২০০৮ সালে হিজবুল্লাহ সংগঠনের সামরিক শাখাকে জঙ্গি হিসেবে ঘোষণা করে ব্রিটেন। গত বছর পুরো হিজবুল্লাহকেই ‘নিষিদ্ধ তালিকাভুক্ত’ করে ব্রিটিশ সরকার। এবার তাদের জঙ্গি তালিকাভূক্ত করা হলো।

ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইসরায়েল জানিয়েছে, ইরানের এই সমর্থক গোষ্ঠীকে সমূলে নষ্ট করা হবে।

আজকের বাজার/লুৎফর রহমান