হৃদয়ের দাপুটে বাংলাদেশের বড় জয়

তৌহিদ হৃদয়ের দাপুটে শতকে চট্টগ্রামে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৩৪১ রানের লক্ষ্য তাড়ার চাপ সামলাতে পারেনি লঙ্কান যুবরাও। ১৬১ রানের বড় ব্যবধানে হেরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েছে ২-০ ব্যবধানে। আর লঙ্কান যুবাদের সর্বোচ্চ রানের ব্যবধানে হারানোর রেকর্ড গড়েছে টাইগার যুবারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩৪০ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ফিরে যান। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নেন হাফসেঞ্চুরি। ৬০ রান করে বিদায় নেন তামিম।

পরবর্তীতে মাহমুদুল হাসান ৫২, তৌহিদ হৃদয় ১২৩ ও আকবর আলি ৫২ রান করেন। এতে লঙ্কান যুবাদের ৩৪১ রানের টার্গেট দেয় স্বাগতিক শিবির। জবাব দিতে নেমে সামাজ ও পরানাভিথানা শুরুতেই ঝড়ো ব্যাটিং করেন। পাঁচ ওভার পাঁচ বলে ৬৪ রানের জুটি গড়েন তারা। ২৯ রানে সামাজ ও ৫০ রানে পারানাভিথানা আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। এতে মাত্র ১৭৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

আজকের বাজার/আরিফ