হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় ভারতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে মঙ্গলবার ভয়াবহ এক অগ্নিকান্ডে কমপক্ষে সতের জন নিহত ও তিনজন আহত হয়েছে। দেশটি সর্বশেষ এ আগুনের ঘটনায় সেখানের অগ্নি নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ দেখা দিয়েছে।
দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

দিল্লির ঘনবসতিপূর্ণ একটি এলাকার হোটেল অর্পিট প্যালেসে ভোররাতের দিকে এ অগ্নিকান্ড ঘটে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক জি.সি.মিশ্র বলেন, ‘হোটেলটিতে আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে।’
মিশ্র জানান, দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারা সেখান থেকে ৩৫ জনকে উদ্ধার করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেয়ায় ওই নারী ও শিশু মারা যায়।

ভিডিও ফুটেজে তিনতলা বিশিষ্ট্য ওই হোটেলের ওপরের তলায় ধোয়ার কুন্ডুলি ও আগুনের লেলিহান শিখা দেখা যায়।
হোটেলটি হিসাবি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
গত ডিসেম্বরে মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকান্ডে ছয়জনের প্রাণহানি ঘটে।