১৫০জন অবৈধ ভারতীয়কে ফেরৎ পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বেআইনি ভাবে বসবাসকারী ১৫০জন ভারতীয় অভিবাসীকে ফেরৎ পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসবাসকারী দেড়শ জন ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান আজ বুধবার ভোর ছ’টায় ভারতের রাজধানী দিল্লিতে নামে।

ভারত সরকারের একজন কর্মকর্তা বলেন, ওঁদের কারো কারো ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, কারো ঠিকঠাক ভিসা ছিল না, আবার কেউ কেউ বেআইনি ভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে থেকে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন দফতরের তরফে আলাদা আলাদা করে প্রত্যেকের বিচার শেষে সকলকে একত্রে একটি বিশেষ বিমানে তোলা হয়। সেটি বাংলাদেশ হয়ে আজ ভোরে দিল্লিতে এসে নামে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করার পর বেলা এগারোটা নাগাদ তাঁরা একে একে বেরিয়ে আসেন।

এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, গত ১৮ই অক্টোবর একজন মহিলা সহ তিনশোরও বেশি ভারতীয়কে মেক্সিকো থেকে বিমানে ভারতে ফেরৎ পাঠানো হয়েছিল। মেক্সিকোর অভিবাসন দফতরের বয়ান অনুযায়ী, ওঁরা বেআইনি ভাবে মেক্সিকোতে ঢুকেছিলেন লুকিয়ে আমেরিকা ঢুকবেন বলে। কিন্তু ধরা পড়ে যান।সূত্র্র:ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান