১৬ জানুয়ারি শুরু ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’

বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আয়োজন করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৬ ই জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

১৬-১৮ জানুয়ারি ৩ দিন ব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের অর্ধশত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, প্যারেন্টাল কন্ট্রোল সার্ভিস প্রোভাইডার, ট্রিপল প্লে সেবা প্রদানকারী সংস্থা, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, হার্ডওয়্যার সাপ্লাইয়ার এবং আইওটি নিয়ে কাজ করা সংস্থা। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে এই মেলায় দেশের টেলিকম অপারেটরগুলো তাদের তৈরি ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবাসমূহ উপস্থাপন করবে।

এই মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’।

আজকের বাজার/লুৎফর রহমান