১ আগস্ট থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

সিএনজি ফিলিং স্টেশন আগামী ১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।

তবে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম সাংবাদিকদের জানান, এলএনজি গ্যাস আমদানির ফলে দেশে গাসের সংকট সমাধান করা হয়েছে।

তিনি বলেন, এখন সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে মালিকদের অনুমতি দিয়েছে।

মুনিম বলেন, মোটর গাড়িতে জ্বালানি হিসেবে অটো-গ্যাস ব্যবহার করতে সরকার উৎসাহিত করতে চায়।

আজকের বাজার/এমএইচ