১ নভেম্বর ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং

পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডিংয়ের সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)। আগামী ১ নভেম্বর কোম্পানিটির বিডিং শুরু হবে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

এর আগে বিএসইসির ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকা কোটি টাকা সংগ্রহ করবে। টাকা দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ইনডেক্স এগ্রোর বিডিংয়ের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ৪৫ টাকা ৩ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।