২০১৭: প্রাপ্তি যতো নতুন গান

বছরজুড়ে সরব ছিলো সংগীতাঙ্গন। অন্তর্জাল নির্ভরতার নতুন যুগে নতুন গানে ও সুরে মেতেছিলেন সংগীতশিল্পীরা। পুরনো শিল্পীদের নতুন করে ফেরার চেষ্টা আর নতুনদের জয়জয়কার ছিলো সাউন্ডবক্সে।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঝুঁকেছে মিউজিক ভিডিওর দিকে। গানের পাশাপাশি রঙিন মিউজিক ভিডিওতে দর্শকের কাঁধে চড়ে শ্রোতাদের কাছে পৌঁছানোর চেষ্টায় মেতেছিলেন সংগীতশিল্পীরাও। ইউটিউবমুখী অডিও ইন্ডাস্ট্রি কতোটুকু লাভবান হচ্ছে আসলে?

এ প্রশ্নের উত্তর সম্প্রতি গ্লিটজকে দিয়েছিলেন সংগীত প্রযোজক ও গীতিকার আসিফ ইকবাল।

তিনি বলেন, “মানুষ যে গান শুনছে না তা নয়, মানুষ গান শুনছে। সেটাতে ডাটা স্ট্রিমিং হচ্ছে, কেউ কেউ লাভবান হচ্ছে, কিন্তু আমরা শিল্পীরা বা যারা প্রডিউসার আছি আমরা কতোটুকু লাভবান হতে পারবো সে প্রশ্ন মনে উঁকি দিচ্ছে।

হয়তো সামনে লাভবান হতে পারবো, কিন্তু আমরা সবাই মিলেমিশে কাজ করছি না বলে, সম্মিলিতভাবে কনসার্নগুলো তুলছি না বলেই আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে অডিও ইন্ডাস্ট্রি। এ জন্য গত বছর যে পরিমাণ গান হয়েছে গত দুই ঈদে সে তুলনায় খুব কম গান বেরিয়েছে।”

আরও যোগ করেন তিনি “আরেকটা কারণ হচ্ছে, নাটকের আধিক্য। নাটক ইউটিউবে ঢোকার পর এভারেজ কোয়ালিটি অব ভিউইং কমে গেছে। সবমিলে গান একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গানের সাথেই গান এখন প্রতিযোগিতা করছে না। নাটকের সাথেও গানকে প্রতিযোগিতায় নামতে হয়েছে।”

কিছুটা সংকুচিত হয়ে পড়া সংগীতাঙ্গনে ২০১৭ সাল যাদের গানে সরব ছিলেন তারা হলেন- জেমস, শাফিন, মমতাজ, হাবিব ওয়াহিদ, আসিফ আকবর, ইমরান, মিনার, শান, ইলিয়াস, ইমরান, কনা, প্রীতম হাসান এবং ধ্রুবগুহ’র গানে।

ইউটিউবে মিউজিকভিডিও নির্ভর সিঙ্গল ট্র্যাকের জনপ্রিয়তার পাশপাশি বছরজুড়ে মানুষের প্রাণে দোলা দিয়েছে চলচ্চিত্র ও নাটকের গানও।

শাফিন আহমেদের ‘লিজেন্ড’

ইউটিউবে কৃত্রিম হিট পেয়ে নিজেকে লিজেন্ড ভাবতে শুরু করা তরুণ প্রজন্মকে সমালোচনা করে ‘লিজেন্ড’ গানটি নিয়ে সামনে আসেন শাফিন।

ফুয়াদ আল মোক্তাদিরের কথা সুর ও কম্পোজিশানে গানটি নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে লিজেন্ড বিতর্কে ঝড় তোলেন শাফিন ও ফুয়াদ। এরপর গানটি মুক্তি দেন তারা।

চলতি বছর মে মাসে মুক্তি পাওয়া গানটি সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতিতে একটি বড় সমালোচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বছরজুড়েই নানা কারণে আলোচিত ছিলেন শাফিন ।

হাবিবের ‘ঘুম’

সুহৃদ সুফিয়ানের কথায় হাবিবের সুর ও কণ্ঠে চলতিবছরের জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে এসেছে হাবিবের ‘ঘুম’ গানটি।

মডেল, অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে মিউজিক ভিডিওটিতে অভিনয়ও করেছিলেন হাবিব।

সংগীতার ব্যানার থেকে এপ্রিলে মুক্তি পাওয়া গানটি বছর শেষে ভিউয়ার ৪১ লাখেরও বেশি।

নতুনরূপে আসিফ

সংগীতশিল্পী আসিফ আকবর যে অসংখ্যবার নায়ক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তা কে না জানে। কিন্তু এবার তিনি সত্যিই হিরো বনে গেলেন গানের মিউজিক ভিডিও সূত্রে।

‘সাদা আর লাল’ গানে চিত্রনায়িকা পপির সঙ্গে আসিফ আকবরের কেমিস্ট্রি প্রশংসিত ও জনপ্রিয় হয়েছে। শুধু কি তাই? ধ্রুবগুহ’র একলা পাখি গানেও মডেল হয়েছেন আসিফ।

তবে বছরের আলেচিত গান হিসেবে এসেছে আগুনের গান।

৯ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। যার ভিউয়ার হয় ৬১ লাখ ৩ হাজারের বেশি।

সুহূদ সুফিয়ানের কথায় সুর-সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও পরিচালনায় সৈকত নাসির। মডেল আসিফ ইমরোজ ও আফ্রি।

এছাড়াও ‘পাওয়ার ভয়েস’খ্যাত কর্ণিয়াকে নিয়ে আসিফ আকবরের গান ‘কি করে তোকে বোঝাই’ও আলোচনায় এসেছে।

২৪ অগাস্ট ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি মাত্র চার মাসে ভিউয়ার ৭১ লাখ ১৪ হাজারের বেশি।

মেহেদী হাসান লিমনের কথায় সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত মুশফিক লিটু। ভিডিও নির্মাতা সৈকত নাসির। মডেল হন শিল্পীরাই।

গানে সুরে অভিনয়ে ইমরান

বছরজুড়েই ইমরান গেয়েছেন দাপটের সঙ্গে। রোমান্টিক গানে দেশের জনপ্রিয় শিল্পীদের তালিকায় অদ্বিতীয় হয়ে উঠছেন এ তরুণ।

এ বছর ১৫ মে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ইমরানের নতুন গান ‘মন খারাপের দেশে’।

গানের পাশাপাশি আকর্ষণীয় মিউজিক ভিডিওর গুণে এর ভিউয়ার এখন ৮২ লাখ ৯৬ হাজারের ওপরে।

শরীফ আল দীনের কথায় সুর করেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। ভিডিও পরিচালনায় সৈকত রেজা। ইমরানের সঙ্গে মডেল হন রোতশী।

এবছরই সংগীত পরিচালক ফুয়াদের সংগীতায়োজনে ইমরান প্রথম গান করেন। ইউটিউব জনপ্রিয়তায় গানটি উঠে এসেছে ৯ নম্বরে। ভিউয়ার ৬১ লাখ ৬৬ হাজারেরও বেশি।

১৩ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়। কথা আবদার রহমান। ভিডিও পরিচালনায় চন্দন রায় চৌধুরী। ইমরানের সঙ্গে মডেল হন লিয়ানা লিয়া।

জুলফিকার রাসেলের কথায় ইমরানের সুরে ও কণ্ঠে ২৪ জুন সাউন্ডটেক থেকে প্রকাশিত হয় ‘আমার ইচ্ছে কোথায়’।

মৌমিতা হারির সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন ইমরান। কোটি ভিউয়ার পেরিয়েছে গানটি।

শানের ‘কন্যা রে’

এ বছর গানে ও মিউজিক ভিডিওর অপূর্ব সমন্বয়ে, জনপ্রিয়তা অর্জনে, এক নম্বরে ছিলো শানের ‘কন্যা রে’ গানটি। ভিউয়ার ছিল ৯০ লাখের ওপরে।

গত ২৭ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনে ভিডিওটি আপলোড করা হয়। এম আর খানের কথা-সুরে সংগীত করেন রোকন ইমন।

ভিডিও নির্মাতা শুভব্রত সরকার। মডেল সুস্মিতা সিনহা ও শান। নতুন বছরেও নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন শান।

মিনারের দুই গান

ইমরানের পরেই তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছেন মিনার। চলতিবছর তার দুটি গান হিট হয়েছে।

স্নেহাশীষ ঘোষের কথায় রেজওয়ান শেখের সুরে মিনারের ‘আবার’ প্রকাশিত হয় ২৩ জুন। গানটির মিউজিক ভিডিওর ভিউয়ার ৪৮ লাখ পেরিয়েছে।

অন্যদিকে, ইশতিয়াক আহমেদের কথায় মিনারের সুরে ও কণ্ঠে ‘কারণে ও কারণে’ গানটিও পায় শ্রোতাপ্রিয়তা।

প্রীতম হাসানের ‘জাদুকর’

কুদ্দুস বয়াতীর ‘আসো মামা হে’ কিংবা ‘লোকাল বাস’ দিয়ে আলোচনায় আসা প্রীতম হাসান এ বছরও নতুন চমক নিয়ে হাজির হন।

তার ‘জাদুকর’ গানের ভিডিওটি ছিল বেশ আলোচিত। ১২ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিওতে প্রীতমের অভিনয়ও প্রশংসিত হয়।

বাজেটে কনার চমক

সোমেশ্বর অলির কথায় সাজিদ হাসানের সুরে এ বছরের আলোচিত গান ‘খামোখাই ভালোবাসি’।

সর্বাধিক বাজেটের এ গানের মিউজিক ভিডিওর জন্য কনা ব্যয় করেছিলেন ২০ লাখ টাকা। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করেন তিনি।

কুসুম শিকদারের ‘নেশা’

দীর্ঘ ১৬ বছর পর নতুন গান ‘নেশা’ নিয়ে সংগীতাঙ্গনে হাজির হন মডেল-অভিনেত্রী কুসুম শিকদার। কিন্তু বিপত্তি বাধে গানটির মিউজিক ভিডিও নিয়ে।

খোলামেলা পোশাকে কুসুমের উপস্থিতি মানতে না পেরে এক আইনজীবির মামলার প্রেক্ষিতে বছরজুড়েই আলোচনায় ছিলেন কুসুম।

ইলিয়াসের ‘না বলা কথা’

জাহিদ আকবরের কথায় কাজী শুভর সুরে ইলিয়াসের নতুন গান ‘না বলা কথা’।

রাফির সংগীতায়োজনে গানটিতে ইলিয়াসের সহশিল্পী অরিন।

মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও ইতিমধ্যেই ৮৭ লাখ ৯৪ হাজারের বেশি দর্শক দেখেছেন। গানটিতে মডেল হন অন্তু করিম ও মৌ।

চলচ্চিত্রের গান

নবাব চলচ্চিত্রের কনা’র ‘ও ডিজে’

এ বছর ইউটিউবে জনপ্রিয় গানগুলোর মধ্যে এক নম্বরে আছে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ কণার গাওয়া ‘ও ডিজে’।

১৭ জুন এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হয়। ২৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত এসকে মুভিজ চ্যানেলে ভিউয়ার এক কোটি ৬৬ লাখ ১০ হাজারের বেশি। জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে ৩১ লাখ ৫৬ হাজারের বেশি।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সংগীত করেন আকাশ সেন। আইটেম গানটিতে নেচেছেন শুভশ্রী। অংশ নিয়েছেন শাকিব খান, অমিত হাসান।

‘সত্তা’ চলচ্চিত্রে জেমস ও মমতাজের গান

দ্বিতীয় অবস্থানে ‘সত্তা’ ছবিতে জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে’।

৩০ মার্চ গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। ২০ অগাস্ট এক কোটি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করে। ২৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত গানটির ভিউয়ার এক কোটি ১৮ লাখ ৩০ হাজারের বেশি।

গীতিকার সোহানী হোসেন। সংগীত বাপ্পা মজুমদার। পর্দায় ঠোঁট মেলান শাকিব খান ও পাওলি দাম। পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

অন্যদিকে মমতাজের গাওয়া ‘জানিনা কোন অপরাধে’ গানটিও শ্রোতাপ্রিয়তা পায়।

ডুব চলচ্চিত্রে চিরকুট-এর ‘আহারে জীবন’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বছরের আলোচিত ছবি ‘ডুব’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে একটিই গান।

চিরকুট ব্যান্ডের গানটি বছরের জনপ্রিয় গানের তালিকায় উঠে এসেছে।

ঢাকা অ্যটাকের ‘টিকাটুলী’

বছরের সফল ছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর অন্তর্জালে প্রকাশিত হয় ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের ‘টিকাটুলি’ গানটি ।

দুই বন্ধু মতিন চৌধুরী ও শাহীন কামাল মিলে ২০১০ সালে তৈরি করেন গান ‘টিকাটুলি’। বছরের আলোচিত গানের তালিকায় গানটি উঠে আসে চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর কল্যাণে।

নাটকের গান

‘তোমার আমার প্রেম’ নাটকে মিনারের ‘দেয়ালে দেয়ালে’

ইউটিউব জনপ্রিয়তা পেয়েছে মিনারের ‘দেয়ালে দেয়ালে’ গানটি। এটি ব্যবহার করা হয় মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার আমার প্রেম’ নাটকে।

২ মে ভিডিওটি প্রকাশ করা হয় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। ভিউয়ার এখন ৭০ লাখ ৭৬ হাজারের বেশি।

সুর: মিনার, সংগীত: ইমন চৌধুরী। অভিনয়ে সিয়াম ও অগ্নিলা।

‘বড় ছেলে’ নাটকে মিফতার ‘তাই তোমার খেয়াল’

বছরের আলোচিত নাটক ‘বড় ছেলে’তে ব্যবহৃত হয় মিফতা জামানের ‘তাই তোমার খেয়াল’ গানটি। এ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।

আজকের বাযারঃ সালি/ ২৮ ডিসেম্বর ২০১৭