২০১৮ সালে হামলায় জাতিসংঘের ২৬ শান্তিরক্ষী নিহত

২০১৮ সালে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের অন্তত ২৬ জন শান্তিরক্ষী ও আটজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

২০১৮ সালে হতাহতের সংখ্যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৭ সালের চেয়ে অর্ধেকেরও কম ছিল।

বৃহস্পতিবার জাতিসংঘের স্টাফ ইউনিয়নে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য তুলে ধরেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সাল থেকে দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের কমপক্ষে ৩৪৪ জন কর্মী নিহত হয়েছেন।

২০১৮ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ ১১ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যার দিক দিয়ে এরপর রয়েছে রিপাবলিক অব কঙ্গো। সেখানে ৮ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

জাতিসংঘের স্টাফ ইউনিয়নের সভাপতি বিবি শরিফা খান বলেছেন, ‘জাতিসংঘের কর্মীরা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থানে কাজ করে। যখন জাতিসংঘ সংঘাতময় অঞ্চলে কাজ করার জন্য তার কর্মীদের পাঠায়, তখন সদস্য রাষ্ট্রগুলোর সাথে এটি নিশ্চিত করতে হবে যে, প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা হয়েছে এবং যারা আমাদের সহকর্মীদের ওপর আক্রমণ করে তাদের বিচার করা হবে।’

তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ