জাপানের নারিতায় ২০১ আরোহী নিয়ে ছিটকে পড়ল বিমান

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ছেড়ে আসা জাপান এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার নারিতা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে রানওয়েটি তুষারাবৃত্ত থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নারিতা বিমানবন্দর এবং ওই এয়ারলাইন্সের মুখপাত্ররা জানান, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে মোট ২০১ জন আরোহী ছিল। দুর্ঘটনায় তাদের কেউ মারাত্মকভাবে আহত হয়নি।

নারিতা মুখপাত্র কাজুহিকো মোরিও এএফপি’কে বলেন, এ দুর্ঘটনার কারণে বিমানবন্দরটির দু’টি রানওয়ের একটি সকাল সাতটা (গ্রিনিচ মান সময় ২২০০টা) থেকে এক ঘণ্টা বন্ধ থাকে।

তিনি আরো জানান, বিমানটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় আবারো রানওয়েটি বন্ধ করে দেয়া হয়। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ