২৩ বছর পর বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

আগামীকাল দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই দু’দলের কেউই কখনো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি। সর্বশেষ ১৯৯৬ সালে নতুন দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলো শ্রীলংকা। এরপর ও আগের আসরগুলোতে শিরোপা স্বাদ নেয়া দলগুলোই ট্রফি জিতে।

তবে এবার বিশ্বকাপ হাতে নতুন কোন দলকে ক্রিকেট বিশ্ব যে দেখবে, তা নিশ্চিত। কারণ ফাইনালে উঠা ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কেউই এখন অবধি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। তাই যে দলই ফাইনাল জিতুক নতুন দল হিসেবেই বিশ্বকাপের শিরোপা জয় করবে। সেই সাথে ২৩ বছর পর বিশ্বকাপ পাবে নতুন কোন চ্যাম্পিয়নকে। সেই সাথে ৪৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে ক্রিকেট দেখবে ষষ্ঠ চ্যাম্পিয়নকে।

আজকের বাজার/লুৎফর রহমান