২৪তম বই দিবস পালিত

প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে ২৪তম বই দিবস ২০২০। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি পালন করা হয়।

মর্মে ও কর্মে বঙ্গবন্ধু- এই প্রতিপাদ্য নিয়ে ২৪ তম বই দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদান নিয়ে আলোচনা, ভাষা ও দেশের গান, নৃত্য, কবিতা পাঠ ও শিশুদের ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় মশনাক্স ভ, মো. মোজাম্মেল হক খান, এনভিসি৷ সভাপতিত্ব করেন বাংলাদেশ বুক ক্লাব-এর সভাপতি, লেখক ও গবেষক আল আমিন বিন হাসিম।

বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি অসীম সাহা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পীরজাদা শহুদুল হারুন, বাংলাদেশ পানি উন্নয়ন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাখাওাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. ঈশানী চক্রবর্তী। বিচারক মন্ডলী হিসেবে ছিলেন মোহাম্মদ এমদাদুল হক, আনিকা আক্তার উর্মী, উৎসব আহ্ববায়ক, প্রফেসার ড. সেলিমা সাঈদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, বিশিষ্ট ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু, প্রধান সমন্বয়ক-জাসফা মনিরুল ইসলাম মনির,বাংলাদেশ বুক ক্লাবের সাধারণ সম্পাদক কবি আল মায়ামীসহ অরও অনান্য ব্যাক্তি বর্গ।

আজকের বাজার/এমএইচ