২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬২৬ জন হাসপাতালে

২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৬২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৫৫ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার, গত ২৪ ঘণ্টায় ১৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে, রাজধানীতে ৭৫০ জন আর বিভিন্ন জেলায় ৮২২ জন। গতকাল সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬১৫ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের হার কম রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬,৭৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। সারা দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪,৭৯৭ জন।

আজকের বাজার/এমএইচ